gramerkagoj
শনিবার ● ১৮ মে ২০২৪ ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
সাতক্ষীরায় রাসায়নিকদ্রব্যে পাকানো ৬ হাজার কেজি আম ট্রাকের চাকায় পিষ্ট
প্রকাশ : মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ১১:২৪:০০ এ এম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
সাতক্ষীরা প্রতিনিধি:
GK_2024-04-30_66308104b2256.jpg

সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিকদ্রব্যে পাকানো ৬ হাজার কেজি গোবিন্দভোগ আম গাড়ির চাকায় পিষে নষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার সোমবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার আলিপুর চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো ৬ হাজার কেজি অপরিপক্ক আম একটি ট্রাকে করে দেবহাটা থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এরই প্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন ও উপ-সহকারী কর্মকর্তা ইয়াসির আরাফাতকে সঙ্গে নিয়ে সদর উপজেলার আলিপুর চেকপোস্ট এলাকায় অবস্থান গ্রহণ করি। পরে সেখান থেকে আমের গাড়িটি আটক করা হয়। পরে ট্রাক থেকে কৃত্রিমভাবে পাকানো ৬ হাজার কেজি (৬ মেট্রিক টন) অপরিপক্ক আম জব্দই পালিয়ে যান অসাধু ব্যবসায়ী। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে আমগুলো গাড়ির চাকায় পিষ্ট করে নষ্ট করা হয়।
তিনি আরও বলেন, অধিক মুনাফা লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ষ আম পেড়ে কেমিক্যাল মিশিয়ে রং করার পর তা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে। এই আম কিনে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। পাশাপাশি স্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার।

আরও খবর

🔝