gramerkagoj
শুক্রবার ● ১৭ মে ২০২৪ ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
বাড়লো ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম
প্রকাশ : মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০৯:৩২:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে , ২০২৪, ০২:১৩:৫৮ পিএম
ঢাকা অফিস:
GK_2024-04-30_6631115f9f51c.png

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ফের বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা এবং পেট্রোল ও অকটেনের দাম লিটারে আড়াই টাকা বাড়ানো হয়েছে। এ দাম ১ মে (বুধবার) থেকেই কার্যকর হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গত মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে। এরই ধারাবাহিকতায় প্রাইসিং ফর্মুলায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১০৬ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১০৭ টাকা, পেট্রোলের দাম ১২২ টাকা থেকে ২ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ১২৪ টাকা ৫০ পয়সা এবং অকটেনের দাম ১২৬ থেকে আড়াই টাকা থেকে বাড়িয়ে ১২৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত এ দাম ১ মে হতে কার্যকর হবে।
উল্লেখ, ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০.৭৬ রুপি এবং পেট্রোল ১০৩.৯৪ রুপিতে বিক্রি হচ্ছে।

আরও খবর

🔝