gramerkagoj
মঙ্গলবার ● ২১ মে ২০২৪ ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
কলাপাড়ায় বজ্রপাাতে কৃষকের তিন গরুর মৃত্যু
প্রকাশ : বুধবার, ১ মে , ২০২৪, ০১:৪৪:০০ পিএম
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা:
GK_2024-05-01_6631f099c2513.jpg

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে উওর মাছুয়াখালী গ্রামের কৃষক আবদুর রাজ্জাক হাওলাদারের বর্জপাতে তিনটি গরু মারা গেছে। মারা যাওয়া ওই তিনটি গরুর মূল্য প্রায় এক লাখ ত্রিশ হাজার টাকা।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নে উওর মাছুয়াখালী গ্রামের এ ঘটনা ঘটেছে। গরু মৃত্যুতে ওই কৃষক চরম হতাশ হয়ে পড়েন।
কৃষক আবদুর রাজ্জাক হাওলাদার বলেন, আমার ৮টি গরু বাড়ির অদূরে মাঠে বাঁধা ছিল। গভীর রাতে বর্জপাত শুরু হলে তিনি ৫টি গরু নিয়ে আসেন। বাকি ৩টি আনতে গেলে প্রচন্ড বর্জপাতের কারনে নিয়ে আসতে পারেনি। বর্জপাত কমলে মাঠে গিয়ে দেখেন তিনটি গরু মরে পড়ে রয়েছে। ভাই আমি গরিব মানুষ আমার সম্ভল ছিল এই গরু কয়েকটি। তা থেকে ৩টি মারা গেছে। আমাকে যদি সরকারের পক্ষ থেকে যদি আর্থিক সহায়তা করা হয় তা হলে সরকারে প্রতি কৃতজ্ঞ জানাবো।
চম্পাপুর ইউনিয়নের চেয়াম্যান মো. মাহবুব আলম বাবুল জানান, সরকারের পক্ষ থেকে কৃষক আবদুর রাজ্জাক হাওলাদাকে আর্থিক ভাবে সাহায্য করা হয় তা আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি তার মাধ্যমে যাহাতে ওই কৃষক আর্থিক সাহায্য পেতে পারে তার ব্যবস্থা করার জন্য জোড় অনুরোধ জানাচ্ছি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন,উপজেলা প্রশাসন পক্ষ থেকে তাকে আগামি কাল আর্থিক সহায়তা করা হবে ও জেলা প্রশাসন মহোদয়কে জানানো হয়েছে তিনি ও বলেছেন আবেদন করলে জেলা প্রশাসনের পক্ষে থেকে আর্থিক সাহার্য্য করা হবে।

আরও খবর

🔝