gramerkagoj
শুক্রবার ● ১৭ মে ২০২৪ ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj

❒ বাংলাদেশ-জিম্বাবুয়ে

সিরিজ জিততে চান শান্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২ মে , ২০২৪, ০৬:৫৯:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-02_66339080a09b2.jpg

টি-২০ বিশ্বকাপের আগে ঘরের মাঠে দু’টি সিরিজে খেলবে স্বাগতিক বাংলাদেশ। প্রথমটি শুরু শুক্রবার। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। পরের সিরিজটি বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
বুধবার বিশ্বকাপের দল ঘোষণার সূচি থাকলেও সেখানে সংযোজন-বিয়োজন করা যাবে আগামী ২৫ মে পর্যন্ত। তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে কিছুটা ভিন্ন সুর। পরীক্ষা-নিরীক্ষার চেয়ে তিনি সিরিজ জেতার ওপরই জোর দিয়েছেন।
অধিনায়ক হিসেবে এই সিরিজটা জিততে চান শান্ত। এটাই তার প্রথম লক্ষ্য। আর বিশ্বকাপের প্রস্তুতি তো অবশ্যই রয়েছে। পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হবে না বলে মনে করেন অধিনায়ক। এ কারণে যে ১৫ জন খেলোয়াড় রয়েছে, সবারই জিম্ববুয়ে দলকে হারানোর সামর্থ্য আছে।
নির্দিষ্ট কোনো জায়গা নিয়ে ভাবনা না থাকারও কথা জানিয়েছেন শান্ত। তিনি বলেন, চিন্তা নেই। সবাই ভালো অবস্থায় আছে।

আরও খবর

🔝