gramerkagoj
শনিবার ● ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj

❒ আইসিসি র‌্যাংকিং

টেস্টে ভারতকে সরিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া
প্রকাশ : শুক্রবার, ৩ মে , ২০২৪, ১০:৩৪:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-03_663512dd63f0d.jpg

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‌্যাংকিংয়ে ভারতকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। সর্বশেষ হালনাগাদ করা র‌্যাংকিংয়ে এমনটি দেখা গেছে। এক ধাপ অবনতি হয়ে বর্তমানে র‌্যাংকিংয়ের দ্বিতীয়স্থানে রয়েছে ভারত।
বর্তমানে টেস্ট র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি করে শীর্ষে ওঠা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১২৪। আর ১২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে রোহিত শর্মার দল ভারত। ১০৫ পয়েন্ট নিয়ে তিনে আছে ইংল্যান্ড।
একই সঙ্গে টি-টোয়েন্টি র‌্যাংকিং টেবিলও হালনাগাদ করেছে আইসিসি। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির হালনাগাদ করা এই র‌্যাংকিংয়ে দুই ধাপ অবনতি হয়েছে পাকিস্তানের। পঞ্চমস্থান থেকে পা পিছলে বাবর আজমের দল চলে গেছে ৭ নম্বরে। তবে টি-টোয়েন্টিতে বরাবরেই মতোই শীর্ষে আছে ভারত। সংক্ষিপ্ত ফরম্যটের ক্রিকেটে তাদের পয়েন্ট ২৬৪। আর ৭ নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্ট ২৪৭। আর বাংলাদেশ স্থির আছে তাদের আগের স্থান ৯ নম্বরে।

আরও খবর

🔝