gramerkagoj
শনিবার ● ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj

❒ একদিন করে স্কুল-কলেজে ছুটি নিয়ে সমালোচনা

আজও বন্ধ যশোরসহ ২৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান

❒ এম.আইউব

প্রকাশ : শনিবার, ৪ মে , ২০২৪, ১২:২১:০০ এ এম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ০৪:১৪:৩৩ পিএম
:
GK_2024-05-04_66352b698456e.jpg

সমালোচনা যেন পিছু ছাড়ছে না শিক্ষা মন্ত্রণালয়ের। বর্তমানে সমালোচনা চলছে একদিন করে ছুটি দেওয়া নিয়ে। অতি তাপদাহের মধ্যে গত কয়েকদিন ধরে একদিন করে ছুটি দেওয়া হচ্ছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজে। যেদিন বন্ধ থাকবে তার আগের দিন বিকেলে প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা। এভাবে ছুটি দেওয়া নিয়ে বিরক্ত অভিভাবকরা। সেইসাথে শিক্ষার্থীরাও প্রকাশ করছে বিরক্তি। অভিভাবকদের বক্তব্য,‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটানা বৃহস্পতিবার পর্যন্ত ছুটি দিয়েছে। এরপর শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার প্রাথমিক বিদ্যালয় খুলবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটানা ছুটি দিতে পারলে শিক্ষা মন্ত্রণালয় পারছে না কেন। কেন একদিন করে ছুটি দিচ্ছে। এদিকে, অতি তীব্র তাপদাহের কারণে আজ শনিবারও দেশে ২৫ জেলায় স্কুল-মাদ্রাসা-কলেজ বন্ধ থাকবে। বন্ধের তালিকায় রয়েছে যশোরও।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বরাত দিয়ে যশোর জেলা শিক্ষা অফিসের একাধিক সূত্র জানিয়েছে, অতি তীব্র তাপদাহের কারণে আজ শনিবার ২৫ জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই ২৫ জেলার মধ্যে খুলনা বিভাগের ১০ টি খুলনা, কুষ্টিয়া, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা। রাজশাহী বিভাগের আটটি রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট। ঢাকা বিভাগের দু’টি ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের একটি চাঁদপুর এবং রংপুর বিভাগের চারটি রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার মাধ্যমিক পর্যায়ের সব স্কুল, মাদ্রাসা ও কলেজ বন্ধ থাকবে।
যদিও নতুন কারিকুলামের শিখন ঘাটতি পূরণ করতে আজ শনিবার থেকে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। অবশেষে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে মন্ত্রণালয়। অতি তাপদাহ না কমার কারণে এই সিদ্ধান্ত হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
প্রচন্ড গরমের কারণে প্রথম দিন পাঁচ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। ওই পাঁচ জেলার মধ্যে যশোর ছিল। তার পরের দিন ২৭ জেলায় বন্ধ রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান। সেই ২৭ জেলার মধ্যেও ছিল যশোর। সর্বশেষ, আজ যে ২৫ জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেই তালিকায়ও যশোরের নাম রয়েছে।
যশোরসহ আশপাশ জেলার শিক্ষকরা বলছেন, কোন জেলায় তাপদাহের অবস্থা কী আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয় সেটি জানতে পারছে। তাহলে টানা ছুটি দিতে সমস্যা কোথায়? বরং টানা ছুৃটি দিলে শিক্ষক-অভিভাবক-কর্মকর্তা-শিক্ষার্থী সকলেই টেনশনমুক্ত থাকতে পারবে। গরম স্বাভাবিক হলে তখন শ্রেণি কার্যক্রম আগের মতো করলে কোনো অভিযোগ উঠবে না।

 

আরও খবর

🔝