gramerkagoj
শনিবার ● ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
মিয়ানমার থেকে আবারও ৪০ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিলো
প্রকাশ : শনিবার, ৪ মে , ২০২৪, ০২:৩০:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
কক্সবাজার সংবাদদাতা:
GK_2024-05-04_6635f244cf4e8.jpg

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আবারও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৪০ সদস্য প্রবেশ করেছে বাংলাদেশে।
শুক্রবার (৩ মে) মধ্যরাতে সাবরাংরাংয়ের আচার বুনিয়া দিয়ে ১৪ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ জন বাংলাদেশে প্রবেশ করে। এছাড়া নাজির পাড়া দিয়ে আরও ৪ জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে।
নির্ভরযোগ্য সূত্র বলছে, শুক্রবার রাতে ও শনিবার সকালে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। তারপর বাসযোগে তাদের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে নিয়ে রাখা হয়।
এর আগে সর্বশেষ গত ২৫ এপ্রিল মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন মিয়ানমারের বিজিপি, সেনা, ইমিগ্রেশন ও অন্যান্য সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ।
তার আগে প্রথম ধাপে গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির কর্নেল মিও থুরা নউংয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল ৩৩০ জনকে মিয়ানমার নিয়ে যান।

আরও খবর

🔝