gramerkagoj
শনিবার ● ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহের কালীগঞ্জ -রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি মণিরামপুরে এমপি ইয়াকুব আলীর সংবর্ধনা শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে বিপুল ফারাজীকে বিজয়ী করতে বীরমুক্তিযোদ্ধাদের সভা কেশবপুরে নবনির্বাজিচত চেয়ারম্যান-ওসির বিরুদ্ধে মামলার ঘটনায় সংবাদ সম্মেলন চেয়ারম্যান পদে মোস্তানিছুর-হাবিব সমানে সমান ঝিনাইদহে এসএসসি পরীক্ষার আগেই ২১৩ ছাত্রী বাল্যবিয়ের শিকার ঝিনাইদহে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৫ ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী নায়েব আলী জোয়ারদার সন্ত্রাসী রমজান হত্যাকান্ড পুঁজি করে একটি মহলের ব্যবসা ৩২ রোহিঙ্গা তরুণ-তরুণী আটক
রোনাল্ডোর হ্যাটট্রিকে আল-নাসরের বড় জয়
প্রকাশ : রবিবার, ৫ মে , ২০২৪, ০১:০৬:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-05_66373410090ed.jpg

আল-নাসরের জার্সিতে রীতিমত ইতিহাস লিখছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আগের ম্যাচে জোড়া গোল করে দলকে ফাইনালে তুলেছিলেন। এবার সৌদি প্রো লিগেও গড়লেন নতুন মাইলফলক। রোনালদোর হ্যাটট্রিকে জয় পেয়েছে আল-নাসর। সর্বশেষ ৭ ম্যাচের তিনটিতেই হ্যাটট্রিক করেছেন সি’আর সেভেন।


আজ রোববার কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের আল-আউয়াল পার্কে আল-ওয়েহদাকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে গ্লোবাল ওয়ানরা।রোনালদোর হ্যাটট্রিকের দিনে একটি করে গোল করেছেন ওটাভিও এডমিলসন, সাদিও মানে ও মোহাম্মেদ আল-ফাতিল।

ম্যাচজুড়ে দাপট নিয়ে জয় পায় নাসর। প্রথমার্ধে জোড়া আঘাত হানেন সি’আর সেভেন। ম্যাচের পঞ্চম ও ১২তম মিনিটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন রোনালদো।

এরপর ম্যাচের ১৮তম মিনিটে ওটাভিও ও ৪৫তম মিনিটে সাদিও মানের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় গ্লোবাল ওয়ান।


বিরতি থেকে ফিরে নিজের হ্যাটট্রিক আদায় করেন রোনালদো। আল-নাসরের জার্সিতে সবমিলিয়ে রোনালদোর ষষ্ঠ হ্যাটট্রিক এটি। এ ছাড়া ক্যারিয়ারে এটি তার ৬৬তম হ্যাটট্রিক। এর মধ্যে ৩০টি বয়স ৩০ হওয়ার আগে আর ৩০-এ পা রাখার পর করলেন ৩৬টি।

চলতি মৌসুমে সৌদি প্রো লিগে ২৭ ম্যাচে ৩২ গোল করে সর্বোচ্চ স্কোরারের শীর্ষস্থান আরও মজবুত করলেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে রোনালদোর গোল দাঁড়াল ৪০টি।

ম্যাচের ৮৮তম মিনিটে আল ওয়েহদা জালে বল জড়ান আল-ফাতিল। আর তাতে জয় নিশ্চিত হয় নাসরের।

এই জয়ে ৩০ ম্যাচে ২৪ জয় ও দুই ড্রয়ে ৭৪ পয়েন্টে দুইয়ে আল-নাস্‌র। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আল-হিলাল।

 

আরও খবর

🔝