gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
ছয় ককটেল উদ্ধারের ঘটনায় দু’জন আটক
প্রকাশ : রবিবার, ৫ মে , ২০২৪, ০৯:৪১:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-05-05_6637aa6e6ea84.jpg

যশোর শহরের শংকরপুর থেকে ছয়টি ককটেল ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী আশ্রম রোডের ইছামীর ও শংকরপুরের জিসান ওরফে ভাগ্নে জিসানকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার রাতে মুড়লি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
রোববার আটকদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল মধ্যরাতে তাদের কাছে খবর আসে শংকরপুর চোপদারপাড়া এলাকায় একদল সন্ত্রাসী বিভিন্ন দেশি অস্ত্র ও বোমা নিয়ে অবস্থান করছে সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালান। এসময় সন্ত্রাসীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল ও বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় ইছামীরসহ পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন এসআই জয়ন্ত সরকার। অন্য আসামিরা হলেন গাড়োয়ানপট্টির নুরুর ছেলে রাকিব, হাজারীগেটের মিন্টুর ছেলে তানভীর, কালিতলার কালু বাবুর ছেলে নিরব দেবনাথ ও শংকরপুর মহিলা মাদ্রাসা এলাকার আলী হোসেনের ছেলে আসিফ।
এছাড়াও, এ মামলায় আরও ৮/১০জনকে আসামি করা হয়। তদন্তে উঠে আসে জিসানও এ ঘটনার সাথে জড়িত ছিলেন।

আরও খবর

🔝