gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
এক ম্যাচেই আটটি উইকেট শিকার রাজার
প্রকাশ : সোমবার, ৬ মে , ২০২৪, ০৬:১৪:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-06_6638c9da2060b.jpg

ইতিহাস গড়া বোলিং করলেন প্রাইম ব্যাংকের পেসার রেজাউর রহমান রাজা। সোমবার বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২৩ রানে একাই শিকার করেছেন আটটি উইকেট।
৫০ ওভারের ম্যাচে যে কোনো পর্যায়েই দেশের সেরা বোলিংয়ের রেকর্ড এটি। রাজার আগে সেরা বোলিং ফিগার ছিল ইয়াসিন আরাফাতের। ২০১৮ সালে আবাহনীর বিপক্ষে ৪০ রানে আটটি উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপের হয়ে খেলা এই পেসার।
বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে আট উইকেট শিকারের ঘটনা এই দু’টিই। সাতটি উইকেট শিকারের তালিকায় রয়েছেন আব্দুর রাজ্জাক, আবু হায়দার রনি ও সাকলাইন সজিবের।
আর লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্বরেকর্ড বোলিং ফিগার ১০ রানে আট উইকেট। ২০১৮ সালে রাজস্থানের বিপক্ষে ঝাড়খন্ডের হয়ে এই বোলিং ফিগারের জন্ম দেন ভারতের স্পিনার শাহবাজ নাদিম।

 

আরও খবর

🔝