gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
একমাস পর যশোরে স্বস্তির বৃষ্টি
প্রকাশ : সোমবার, ৬ মে , ২০২৪, ০৮:২৮:০০ পিএম , আপডেট : রবিবার, ১৯ মে , ২০২৪, ১১:০৩:৫৯ এ এম
মহিউদ্দিন সানি:
GK_2024-05-06_6638e9e1f02d2.jpg

এক মাসেরও বেশি সময় ধরে যশোরে চলছে তাপদাহ। বারবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে যশোরে। আগে থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সেই পূর্বাভাসের অংশ হিসেবে সোমবার বিকেলে আকাশে মেঘের ঘনঘটা লক্ষ্য করা যায়। একপর্যায়ে ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় ধুলোবালিতে রাস্তাঘাট সয়লাব হয়ে যায়। বাতাস কমলে ঠান্ডা হাওয়ায় রাস্তায় বেরিয়ে আসে গরমে অতিষ্ঠ শ’শ’ মানুষ।
সন্ধ্যার পর এক পশলা বৃষ্টি হয় যশোরে। কিন্তু তাতে তৃপ্ত হননি গরমে অতিষ্ঠ মানুষ। কিন্তু ঘণ্টাখানিক পর মুষলধারে বৃষ্টি হয়। সাথে ছিল ঠান্ডা বাতাস। যা মানুষের শরীর জুড়িয়ে দেয়। একমাস ধরে অতৃপ্ত মানুষ তৃপ্ত হয়, স্বস্তির নিঃশ্বাস ফেলে। আগামী কয়েকদিন ধরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি সংশ্লিষ্ট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, যশোরে সোমবার বিকেল ৫ টা ২৬ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়। সন্ধ্যা ৬ টা পর্যন্ত এক মিলিমিটারেরও কম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ২৫ কিলোমিটার।

আরও খবর

🔝