gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
হোয়াইটওয়াশের মুখে বাংলাদেশের নারী ক্রিকেটাররা
প্রকাশ : সোমবার, ৬ মে , ২০২৪, ০৮:৪০:০০ পিএম , আপডেট : রবিবার, ১৯ মে , ২০২৪, ১১:০৩:৫৯ এ এম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-06_6638ec01639d4.jpg

সিরিজ হাতছাড়া হয়েছে আগেই স্বাগতিক বাংলাদেশের নারী ক্রিকেটারদের। এখন হোয়াইটওয়াশের মুখে দাঁড়িয়ে। ভারতের নারী ক্রিকেটারদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচেও পরাজিত হয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। সিলেটে বৃষ্টিবিঘিœত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫৬ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে স্বাগতিকরা।
বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচটি নেমে আসে ১৪ ওভারে। নির্ধারিত এই ওভারে ছয় উইকেটে ১২২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারতের মেয়েরা। বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১২৫ রান।
ভারতের ব্যাটিং ইনিংসে অধিনায়ক হারমানপ্রিত কাউর ২৬ বলে ৩৯, রিচা ঘোষ ১৫ বলে ২৪, দায়ালান হেমালতা ১৪ বলে ২২ আর স্মৃতি মান্ধানা করেন ১৮ বলে ২২ রান।
বাংলাদেশের মারুফা আক্তার ও রাবেয়া খান নেন দু’টি করে উইকেট।
জবাবে ১৪ ওভারে সাত উইকেটে ৬৮ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তার ২১ রান করলেও খেলেন ২৫ বল। রুবিয়া হায়দার ১৩ করে ১৭ বলে, শেষদিকে শরিফা খাতুন ১১ বলে ১১ করে অপরাজিত থাকেন। বাকিরা কেউ দশের ঘরও ছুঁতে পারেননি।
ভারতের দিপ্তি শর্মা আর আশা সোবহানা নেন দুটি করে উইকেট।

আরও খবর

🔝