gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
যশোরে দেশ ট্রাভেলস থেকে হাজার পিস ইয়াবা উদ্ধার
প্রকাশ : সোমবার, ৬ মে , ২০২৪, ১০:৪০:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-05-06_66390822bcb24.jpg

যশোরে পুলিশ পৃথক অভিযানে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে। এদের মধ্যে একটি ইয়াবার চালানসহ দুইজনকে আটক করে ডিবি পুলিশ। তারা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার রাধানগর পূর্বপাড়ার হৃদয় শেখ এবং ঢাকার ধামরাই উপজেলার বালিয়া পশ্চিম গ্রামের মনিরুজ্জামান খান ওরফে সুমন।
ডিবি পুলিশ জানিয়েছে, রোববার রাতে গোপন সূত্রে তারা জানতে পারে দেশ ট্রাভেলস নামে একটি পরিবহনে করে দুইজন যাত্রী ঢাকা থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে যশোরের বেনাপোলে যাচ্ছে। এর ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে উপশহর খাজুরা বাসস্ট্যান্ডে গিয়ে বাসটি থামানো হয়। পরে ওই বাসের মধ্যে পুলিশ গেলে দুইজন যাত্রীর অবস্থান দেখে সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ইয়াবা ট্যাবলেট আছে বলে জানান। তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর পুলিশ তাদেরকে আটক করে। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই জসিম উদ্দিন জানিয়েছেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে শহরের ষষ্টিতলার পিটিআই রোড থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম (৩৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ষষ্টিতলা পাখিপট্টির মৃত সফি মিয়ার ছেলে। পুলিশ আরও জানিয়েছে রবিউল চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া অভিযোগ রয়েছে তিনি নিজেই ফেনসিডিলের কারখানা তৈরি করে বাজারজাত করে আসছিলেন।

 

 

আরও খবর

🔝