gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj

❒ দৈনিক গ্রামের কাগজে সংবাদ প্রকাশ

নড়াইলের সেই শিক্ষকের পুরস্কার বাতিল!
প্রকাশ : সোমবার, ৬ মে , ২০২৪, ১০:৪১:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
আব্দুল কাদের, নড়াইল:
GK_2024-05-06_663909c14554c.webp

দৈনিক গ্রামের কাগজসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ পুরস্কারে মনোনীত হওয়া বিতর্কিত ও দুর্নীতির দায়ে অভিযুক্ত নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের পুরস্কার বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রকাশিত সংবাদের পর ব্যাপক সমালোচনার মুখে অভিযোগের বিষয়টি তদন্ত করে সত্যতা পেয়ে স্থানীয় শিক্ষা কার্যালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান মিয়া।
এর আগে গত ২৯ এপ্রিল ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে আশরাফুল ইসলামের নাম প্রকাশ করার পর দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়া ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ পুরস্কারপ্রাপ্তি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা দেখা দেয়। বিশেষ করে শিক্ষাঙ্গণসহ স্থানীয় লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আশরাফুল ইসলামের পুরস্কার নিয়ে তীর্যক মন্তব্য করেন। এ নিয়ে রোববার (৫ মে) গ্রামের কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি সম্পর্কে জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত করা হচ্ছে।’ পরবর্তীতে ঘোষিত পুরস্কার বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও খবর

🔝