gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj

❒ যানজট তিন কিলোমিটার

বজ্রপাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় ত্রুটি
প্রকাশ : মঙ্গলবার, ৭ মে , ২০২৪, ০১:৫২:০০ পিএম , আপডেট : রবিবার, ১৯ মে , ২০২৪, ০৪:৩৩:৩৮ পিএম
ঢাকা অফিস:
GK_2024-05-07_6639e1f643912.jpg

বজ্রপাতে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজায় কারিগরি ত্রুটিতে টোল আদায় বিঘ্নিত হয়েছে। টোলস্কেলে বিদ্যুৎ না থাকায় মঙ্গলবার (৭ মে) সকালে সেতুর মাওয়া প্রান্তে টোল প্রদানের অপেক্ষায় টোলপ্লাজার অভিমুখে এক্সপ্রেসওয়েতে প্রায় ৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। যানজটে সবচেয়ে বেশি যানবাহন ছিল ট্রাক লেনে।
কারিগরি ত্রুটির বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, রাত ৩ থেকে ৪টার দিকে বৃষ্টির সময় বজ্রপাত হয়। এতে টোলস্কেলে মাদারবোর্ডে সমস্যা হয়। তবে সকালে সেটি ঠিক করা হয়। ট্রাক লেনে কিছুটা চাপ ছিল। এটি বড় ধরনের কোনো বিষয় নয়। যেহেতু যানবাহনের জট লেগে গেছে সেহেতু সমাধানে কিছুটা সময় লাগবে।
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়াউল হায়দার বলেন, সকালের দিকে টোলস্কেলে সাময়িক সমস্যা দেখা দেয়। এতে গাড়ির জট জমতে থাকে টোলপ্লাজার সামনে। এক থেকে দেড় ঘণ্টার মতো যানজট ছিল। তবে বেলা সাড়ে ১০টার দিকে টোল আদায় শুরু হওয়ায় যানজট কমতে শুরু করে।

আরও খবর

🔝