gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
চুয়াডাঙ্গার দুই উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ
প্রকাশ : বুধবার, ৮ মে , ২০২৪, ০১:২৬:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
GK_2024-05-08_663b291fcdc4c.jpg

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টায় দামুড়হুদা উপজেলার ৯৬টি ও জীবননগর উপজেলার ৬২টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে।
প্রতিন্দন্দ্বী প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে হুমকি পাল্টা হুমকির অভিযোগ তুলেছেন। কোন কোন প্রার্থী নির্বাচনে কারচুপি হওয়ার আশংকা করছেন। এদিকে নির্বাচনকে সুস্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা চালাচ্ছেন।
দুই উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দুই উপজেলাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এদিকে নির্বাচন সুষ্ঠু করতে দুটি উপজেলায় ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে কাজ করছে দুই প্লাটুন বিজিবি। রয়েছে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরাও।
দামুড়হুদা উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৪৭ হাজার ৮২২ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ২৪ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার এক লাখ ২২ হাজার ৯৪১ জন।
জীবননগর উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৩৯৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ১৬৭ জন ও নারী ভোটার ৭৭ হাজার ২২৯ জন।

আরও খবর

🔝