gramerkagoj
সোমবার ● ২০ মে ২০২৪ ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
ছক্কার চূড়ায় হায়দ্রাবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ মে , ২০২৪, ০৬:৩২:০০ পিএম , আপডেট : সোমবার, ২০ মে , ২০২৪, ০৪:০৮:০৬ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-09_663cc2c202771.jpg

আইপিএলের চলতি আসরে রানের বন্যা বইয়ে দিচ্ছে প্রতিটি ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ। দলটি এবার নতুন এক রেকর্ডে নাম লিখিয়েছে। এক মৌসুমে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডের চূড়ায় পৌছে গেছে।
বুধবার লক্ষেèৗ সুপার জায়ান্টসের বিপক্ষে এই রেকর্ড গড়ে হায়দ্রাবাদ। চার উইকেটে ১৬৫ রান তাড়ায় হায়দ্রাবাদ টপকে গেছে ১০ উইকেট আর ১০ ওভার দুই বল হাতে রেখে। যা টি-২০ ক্রিকেটে ১০ ওভারের মধ্যে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড। এই রেকর্ডের পথেই চেন্নাইকে টপকে এক মৌসুমে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছে তারা।
লক্ষেèৗ বিপক্ষে হায়দ্রাবাদের দু’ওপেনার মিলে ছক্কা হাঁকিয়েছেন ১৪টি। ২৮ বলে ৭৫ রানের ইনিংসের পথে অভিষেক শর্মার ছক্কা ছয়টি। ৩০ বলে ৮৯ রানে অপরাজিত থাকা ট্রাভিস হেডের ছক্কা দুই হালি। তাতে এই মৌসুমে হায়দ্রাবাদের ছক্কার সংখ্যা ১৪৬টি। যা আইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ। এর আগে ২০১৮ সালে ১৪৫টি ছক্কা মেরেছিল চেন্নাই।
এই তালিকায় তিনে কলকাতা নাইট রাইডার্স। ২০১৯ সালে কলকাতার ছক্কা ছিল ১৪৩টি। তালিকার চতুর্থ স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০১৬ সালে ১৪২টি ছক্কা মেরেছিল। ২০২৩ সালে ১৪০টি ছক্কা মেরে তালিকার পঞ্চম স্থানে আছে এবারের আসর থেকে বাদ যাওয়া মুম্বাই ইন্ডিয়ানস।

আরও খবর

🔝