gramerkagoj
সোমবার ● ২০ মে ২০২৪ ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
টি-২০ ক্রিকেটে ১২ রানে অলআউট
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ মে , ২০২৪, ০৬:৫০:০০ পিএম , আপডেট : সোমবার, ২০ মে , ২০২৪, ০৪:০৮:০৬ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-09_663cca0b7d13a.JPG

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়েছে মঙ্গোলিয়া। তাদের ১১ জন ব্যাটার মিলে করেছেন মাত্র ১২ রান। প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে মঙ্গোলিয়াকে ২১৮ রানের টার্গেট দেয় জাপান। জবাবে ব্যাটিং এ নেমে দারুণ বিপর্যয়ে পড়ে করেছে ১২ রান।
তবে এই ফরম্যাটে সবচেয়ে কম ১০ রানে অলআউট হওয়ার রেকর্ডটা আইল অব ম্যানের। আইরিশ সাগরে অবস্থিত স্বশাসিত অঞ্চলটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে আট ওভার চার বলে ১০ রানে অলআউট হয়েছিল তারা।
এ ম্যাচে রান তাড়া করতে নেমে প্রথম ওভারের প্রথম বলেই উইকেট হারায় মঙ্গোলিয়া। তবে দলটি যে ১২ রানে অলআউট হয়ে যাবে, সেটি পঞ্চম ওভারেও বোঝা যায়নি। পাঁচ উইকেটে ১০ রান সংগ্রহের পর বাকি পাঁচ উইকেটের পতন ঘটে মাত্র দুই রানে। দলের ছয় ব্যাটার আউট হন শূন্য রানে। সর্বোচ্চ চার রান করেন একজন। জাপানের হয়ে তিন ওভার দুই বল করে সাত রানে পাঁচটি উইকেট নেন বাঁহাতি পেসার কাজুমা কাতো-স্টাফোর্ড।

আরও খবর

🔝