gramerkagoj
মঙ্গলবার ● ২১ মে ২০২৪ ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
বন্দি পাঁচ ভারতীয় নাবিককে মুক্তি দিলো ইরান
প্রকাশ : শুক্রবার, ১০ মে , ২০২৪, ০৩:৫৫:০০ পিএম , আপডেট : সোমবার, ২০ মে , ২০২৪, ০১:২৪:১৮ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2024-05-10_663de84f2c29f.jpg

ইরানে আটক হওয়া ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে বন্দি পাঁচ ভারতীয় নাবিককে মুক্তি দিয়েছে ইরান। এই নাবিকরা ইরানের হাতে আটক ইসরায়েলের সংগে সম্পর্কযুক্ত একটি জাহাজে কর্মরত ছিলেন। এরইমধ্যে বৃহস্পতিবার ইরান ছেড়েছেন তারা। এতে দুদেশের মধ্যে কূটনৈতিক অগ্রগতি হয়েছে বলে মনে করছে ভারত। খবর এনডিটিভি
জাহাজটি লন্ডনভিত্তিক জোডিয়াক মেরিটাইম সংশ্লিষ্ট, যা ইসরায়েলি বিলিয়নিয়ার ইয়াল ওফার ও তার পরিবারের পরিচালিত জোডিয়াক গ্রুপের মালিকানাধীন। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে ভারতে যাওয়ার পথে গত ১৩ এপ্রিল ইরানের ইসলামিক রেভল্যুশনারিক গার্ড কর্পস (আইআরজিসি) জাহাজটি আটক করে।
ইরানে ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এমএসসি অ্যারিস-এর ভারতীয় নাবিকদের মধ্যে আরও ৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং আজ সন্ধ্যায় তারা ইরান ছেড়ে যাবে। গত ১৮ এপ্রিল এই জাহাজের আরেক নাবিক কেরালার ত্রিশুরের বাসিন্দা অ্যান টেসা জোসেফকে মুক্তি দিয়েছিল ইরান।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে জানিয়েছেন হরমুজ প্রণালী থেকে আটক করা ইসরায়েল-‘সংশ্লিষ্ট’ জাহাজ ‘এমএসসি অ্যারিস’এ থাকা ১৭ ভারতীয় নাবিকদের সঙ্গে খুব শীঘ্রই ভারতীয় সরকারি কর্মকর্তাদের দেখা করার অনুমতি দেওয়া হবে।

আরও খবর

🔝