gramerkagoj
মঙ্গলবার ● ২১ মে ২০২৪ ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj

❒ কাল এসএসসির ফল প্রকাশ

অপেক্ষায় ১ লাখ ৬০ হাজার পরীক্ষার্থী
প্রকাশ : শনিবার, ১১ মে , ২০২৪, ১২:০৫:০০ এ এম , আপডেট : মঙ্গলবার, ২১ মে , ২০২৪, ১২:৫২:০২ এ এম
এম. আইউব:
GK_2024-05-10_663e3d1d6119e.jpg

পরীক্ষার পর দীর্ঘ ৬০ দিন অপেক্ষার অবসান হতে যাচ্ছে যশোর শিক্ষাবোর্ডের এক লাখ ৬০ হাজার ৮৬৬ জন এসএসসি পরীক্ষার্থীর। আগামীকাল ফলাফল প্রকাশের দিকে চেয়ে আছে তারা। এসব পরীক্ষার্থীর মধ্যে এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। পাশাপাশি টেনশনে রয়েছেন তাদের অভিভাবকরাও। সন্তানের ফলাফল কী হয় তা নিয়ে তাদের আলোচনা এখন।
এ বছর যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিতে এক লাখ ৬২ হাজার ৭০০ পরীক্ষার্থী ফরমপূরণ করে। কিন্তু শেষ পর্যন্ত এক হাজার ১৩৩ পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি। পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষায় এক হাজার ১৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে খুলনায় ১২৯, বাগেরহাটে ৭৫, সাতক্ষীরায় ৯০, কুষ্টিয়ায় ১২৯, চুয়াডাঙ্গায় ১০৮, মেহেরপুরে ৭১, যশোরে ১৯২, নড়াইলে ৭৩, ঝিনাইদহে ১৮৫ ও মাগুরায় ছিল ৮১ জন। মোট এক লাখ ৬০ হাজার ৮৬৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এভাবে প্রতি পরীক্ষায় গড়ে এক হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এবছর ২৯৩ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যা গত বছরের তুলনায় একটি বেশি। ২০২৩ সালে কেন্দ্রের সংখ্যা ছিল ২৯২ টি।
এবার এসএসসি পরীক্ষায় অংশ নিতে এক লাখ ৬২ হাজার ৭০০ পরীক্ষার্থী ফরমপূরণ করে। গত বছরের তুলনায় এবছর চার হাজার ৩৭০ জন পরীক্ষার্থী বেড়েছে। ২০২৩ সালে পরীক্ষার্থী ছিল এক লাখ ৫৮ হাজার ৩৩০ জন।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা বিভাগ থেকে পাওয়া তথ্যানুযায়ী, উল্লেখিত পরীক্ষার্থীর মধ্যে ছিল নিয়মিত এক লাখ ৪২ হাজার ৪৯২, অনিয়মিত ২০ হাজার ৮২ ও মানোন্নয়ন ১২৬ জন। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ৪১ হাজার ৬৩১, মানবিক বিভাগ থেকে এক লাখ দু’হাজার ৯৫৮ ও বাণিজ্য বিভাগ থেকে ১৮ হাজার ১১১ জনের পরীক্ষা দেয়ার কথা ছিল। এসব পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭৯ হাজার ৯৯১ ও ছাত্রী ৮২ হাজার ৭০৯ জন। বোর্ডের অধীন ১০ জেলার ২৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা। দু’হাজার ৫৬৬ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
পরিসংখ্যান অনুযায়ী, খুলনা জেলায় ২৪ হাজার ১২৯, বাগেরহাটে ১৩ হাজার ৯৪৭, সাতক্ষীরায় ১৬ হাজার ৯৯৪, কুষ্টিয়ায় ২৩ হাজার ১৫৪, চুয়াডাঙ্গায় ১১ হাজার ২০৪, মেহেরপুরে সাত হাজার ৭৮২, যশোরে ২৬ হাজার ৯০১, নড়াইলে আট হাজার ২১, ঝিনাইদহে ১৯ হাজার ৪৫০ ও মাগুরায় ১১ হাজার ১১৮ জন পরীক্ষার্থী ফরমপূরণ করে।
খুলনায় ছাত্র ১২ হাজার ৩৫ ছাত্রী ১২ হাজার ৯৪, বাগেরহাটে ছাত্র ছয় হাজার ৬১৪ ছাত্রী সাত হাজার ৩৩৩, সাতক্ষীরায় ছাত্র আট হাজার ৩৯৪ ছাত্রী আট হাজার ৬০০, কুষ্টিয়ায় ছাত্র ১১ হাজার ৪১৮ ছাত্রী ১১ হাজার ৭৩৬, চুয়াডাঙ্গায় ছাত্র পাঁচ হাজার ৩৯০ ছাত্রী পাঁচ হাজার ৮১৪, মেহেরপুরে ছাত্র তিন হাজার ৭১৯ ছাত্রী চার হাজার ৬৩, যশোরে ছাত্র ১৩ হাজার ৭৬ ছাত্রী ১৩ হাজার ৮২৫, নড়াইলে ছাত্র তিন হাজার ৯১১ ছাত্রী চার হাজার ১১০, ঝিনাইদহে ছাত্র নয় হাজার ৯২১ ছাত্রী নয় হাজার ৫২৯ এবং মাগুরায় ছাত্র পাঁচ হাজার ৫১৩ ছাত্রী পাঁচ হাজার ৬০৫ জনের পরীক্ষা দেয়ার কথা ছিল।
এসএসসির ফল জানবেন যেভাবে
এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল রোববার প্রকাশ করা হবে। এদিন সকাল সাড়ে ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে।
আন্তঃশিক্ষাবোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে। ফলাফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।
নিম্নে উল্লিখিত যে কোনো পদ্ধতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে। এছাড়া, যশোর শিক্ষাবোর্ডের ওয়েবসাইটwww.jessoreboard.gov.bd এর SSC Result 2024 Option এ প্রতিষ্ঠান ও রোল ভিত্তিক ফলাফল সংগ্রহ করা যাবে। এছাড়া ফলাফল প্রকাশের সাথে সাথে পরীক্ষার্থী কিংবা অভিভাবকদের মোবাইল ফোনে ফল পৌঁছে যাবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ। ফলাফল নিয়ে আগামীকাল দুপুর সাড়ে ১২ টায় প্রেসক্লাব যশোরে শিক্ষাবোর্ড প্রেস ব্রিফিং করবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক।
দাখিলের ফল জানবেন যেভাবে
মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.bmeb.gov.bd) থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করে দেখতে পারবে ফলাফল।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.bmeb.gov.bd এ অনলাইন সেবা-১ কর্নারে দাখিল পরীক্ষা- ২০২৪-এ ক্লিক করে জেলার কেন্দ্রভিত্তিক মাদরাসার রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে রোল ও রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন।
যারা এসএমএস’র মাধ্যমে ফলাফল দেখতে চান তাদেরকে ফলাফল প্রকাশের আগে নিম্নোক্ত পদ্ধতিতে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। Dakhil<>Board Name [First 3 Latter]<>Roll<> Year টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য-DakhilMad123456 2024 Send to 16222 
ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।

 

 

আরও খবর

🔝