gramerkagoj
বৃহস্পতিবার ● ৬ জুন ২০২৪ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
বিব্রতকর রেকর্ড নারাইনের
প্রকাশ : রবিবার, ১২ মে , ২০২৪, ০৬:৪২:০০ পিএম , আপডেট : বুধবার, ৫ জুন , ২০২৪, ০৩:০৩:১৩ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-12_6640b97c8c2f3.JPG

চলতি আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে কলকাতা। আর এ দিনেই দলের অন্যতম ক্রিকেটার নারাইন গড়েছেন বিব্রতকর রেকর্ড। স্বীকৃত টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ ৪৪ বার ডাক মেরেছেন তিনি। শনিবারের আগে ৪৩ ডাক নিয়ে যৌথভাবে অ্যালেক্স হেলসের সঙ্গে শীর্ষে ছিলেন ৩৫ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজের এ ক্রিকেটার। ৪২ বার ডাক মেরে তিনে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।
ইডেন গার্ডেনসে শনিবার নারাইনকে এই বিব্রতকর রেকর্ডের একক মালিকের তিক্ত স্বাদ দিয়েছেন জাসপ্রিত বুমরা। ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই স্ট্যাম্পের বাত্তি জ্বালিয়ে দেন ভারতীয় পেসার।
আইপিএলে স্বপ্নের মতো সময় কাটচ্ছে সুনীল নারাইনের। ব্যাটে-বলে অবিশ্বাস্য ছন্দে আছেন তিনি। এতটাই যে সবশেষ পাঁচ আইপিএলের মোট রানের চেয়েও এবার অনেক বেশি রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার।
এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে এবার রান করেছেন ৪৬১। যা আইপিএল ক্যারিয়ারে এক টুর্নামেন্টে নারাইনের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ২০১৮ আইপিএলে, ৩৫৭ রান। তবে সবশেষ পাঁচ আইপিএলে তাঁর রান ছিল যথাক্রমে ২১, ৭১, ৬২, ১২১ ও ১৪৩। যা যোগ করলে হয় ৪১৮ রান। অর্থাৎ, আগের পাঁচ টুর্নামেন্টের চেয়ে এখন পর্যন্ত ৪৩ রান বেশি করেছেন।

আরও খবর

🔝