
মাদারীপুরের শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সর্ব বেগম নামে এক গৃহিনী নিহত হয়েছেন।
রোববার (১০ মার্চ) সকালে এ ঘটনাটি ঘটে।
নিহত সর্ব বেগম শিবচর উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মৃধা কান্দি গ্রামের আলেম মৃধার স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সর্ব বেগমের (৫৫) স্বামী আলেম মৃধার সাথে একই বাড়ির জলিল মৃধা গংদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
ওই বিরোধের জের ধরেই আজ রোববার সকাল প্রায় ১০ টার সময় দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের বিরোধের সময় সর্ব বেগম মাটিতে লুটিয়ে পড়ে। সেখানেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরিবারের লোকজন সর্ব বেগমকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী আলেম মৃধা জানান, আমাদের দুই পক্ষের মধ্যে ঝগড়া ঝাটির সময় ধস্তাধস্তির এক পর্যায়ে আমার স্ত্রী সর্ব বেগম গাছের শিকড়ের উপর পড়ে যায়। এসময় সে মাটিতে পরে অজ্ঞান হয়ে পড়ে। পরে র্শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, শিবচর উপজেলার দ্বিতীয়াখণ্ড এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গৃহিনী সর্ব বেগম নিহত হন। নিহতের লাশ সুরতহালের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।