ঠাকুরগাঁওয়ে খাস জমি বন্দোবস্তসহ ১৪ দফা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি
আজম রেহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
Published : Thursday, 21 March, 2019 at 4:23 PM

ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তসহ ১৪ দফা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি পেশ করেছে ঠাকুরগাঁওয়ের ভূমিহীনরা।
বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা গেট ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এ সময় বক্তব্য দেন ভূমিহীন নেতা ছলিরাম রায়, হেমবালা রাণী, নরেন্দ্র ও অন্যরা।
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাস জমি ভূমিহীনদের হাতে দেয়া, ভূমিহীনদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ ১৪ দফা বাস্তবায়নের দাবীতে নেতারা পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করেন।