
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আইএমএফ’র আবাসিক প্রতিনিধি র্যাগনার গুডমুন্ডসন। বৃহস্পতিবার স্পিকারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে আগামী ২৬-২৭ মার্চ দিল্লিতে অনুষ্ঠিতব্য মাইক্রো ইকোনোমিক পলিসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং সেমিনার ফর লেজিসলেটর ইন সাউথ এশিয়া নিয়ে আলোচনা করেন তারা।
স্পিকার আইএমএফ এর কার্যক্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, জাতীয় সংসদের সরকারি হিসাব, অনুমিত হিসাব ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দক্ষতা বৃদ্ধিতে আইএমএফ এর কাজ করার সুযোগ রয়েছে। এ কমিটি কার্যক্রম শক্তিশালী করতে প্রশিক্ষণ আয়োজনের জন্য আইএমএফ প্রতিনিধিকে অনুরোধ জানান স্পিকার।
র্যাগনার গুডমুন্ডসন দিল্লিতে দক্ষিণ এশিয়ার ৫টি দেশের সংসদ সদস্যদের নিয়ে আইএমএফ আয়োজিত সেমিনারের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন এবং আইএমএফ এর কার্যক্রম সম্পর্কে স্পিকারকে অবহিত করেন।
এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।