
যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন বলেছেন, অনেক জল্পনা-কল্পনার পর শার্শা উপজেলার নাভারণে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র স্থাপিত হলো। এই কেন্দ্র শার্শা উপজেলার দুগ্ধ খামারীদের জন্যে সুখবর। এখন থেকে দুগ্ধ খামারীদের আর দুশ্চিন্তায় থাকতে হবেনা। দুধ বিক্রির জন্যে আর মিষ্টির দোকানে দোকানে ধর্না দিতে হবেনা। লোকসান গুণতে হবেনা দুগ্ধ খামারীদের। শার্শা উপজেলার দুগ্ধ খামারীদের স্বাবলম্বী করে তোলা হবে। উপজেলার প্রতিটি ঘরে ঘরে দুগ্ধ খামার গড়ে তোলা হবে। যশোরের শার্শা উপজেলার নাভারণে রোববার দুপুর ১২টায় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক সমবায় ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ মিল্ক ভিটা সমবায় ইউনিয়নের পরিচালক গোলাম মোস্তফা নান্টু, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান

সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম আসিফ-উদ-দৌলা সরদার অলক, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, আলেয়া ফেরদৌস, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান, বেনাপোল বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ শেখ মাসুদ করিম, বেনাপোল ইমিগ্রেশনের ওসি আবুল বাশার, শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, শার্শা দুগ্ধ শীতলী করণ কেন্দ্রের উপপরিচালক আশীষ কুমার রায়, দুগ্ধ খামারী সুজা-উদ-দ্দৌলা টিপু প্রমুখ।