ডুমুরিয়ায় পহেলা বৈশাখের প্রস্তুতি সভা
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :
Published : Tuesday, 9 April, 2019 at 6:30 AM
আসন্ন বাংলা নববর্ষ পহেলা বৈশাখ যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে গতকাল সোমবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম। সভায় বক্তৃতা করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শিরিনা দৌলত, ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান ডা. হিমাংশু বিশ্বাস, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নিলাঞ্জন ঘোষ তুহিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) পুষ্পেন দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা সমবায় অফিসার সেলিম আকতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী, মহিলা কলেজের অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম, রিসোর্স অফিসার মনির হোসেন, সহকারি সেটেলমেন্ট অফিসার শহীদ হাসান, ফায়ার স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ, আওয়ামী লীগ নেতা আবু সাইদ সরদার, আসফর হোসেন জোয়াদ্দার, শেখ জামিল আকতার লেলিন, পল্লী বিদ্রুতের এজিএম মইনুল হুদা, মাষ্টার রবিউল ইসলাম লাকু ও শফিকুল আলম প্রমুখ।