ময়মনসিংহের ত্রিশালে রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের নলছিড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্র মতে, এদিন নলছিড়া গ্রামে খালেকের রাইস মিলে বয়লার বিস্ফোরণে আহাম্মদ আলী (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। সে ওই ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় অপর দুই শ্রমিক আহত হয়েছে।