
চট্টগ্রামের সীতাকুণ্ডের শুকলালহাট এলাকায় চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছে কাভার্ডভ্যান ধাক্কা দিলে কাভার্ডভ্যানের চালক গুরুত্বর আহত হয়।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ ওয়াসি আজাদ বলেন, একটি কাভার্ডভ্যানের চাকা পাংচার হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সাথে ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানের চালক গুরুত্বর আহত হন। ঘটনাস্থল থেকে আহত চালককে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।