রাণীনগরে চাল কেনার অযুহাতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) :
Published : Thursday, 9 May, 2019 at 4:17 PM
নওগাঁর রাণীনগরে চাল কেনার অযুহাতে ঘরে ঢুকে ২২/২৩ বছর বয়সি এক গৃহবধুকে ধষর্নের চেষ্টা করেছে আব্দুর রহিম (২৮) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। এঘটনায় বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি গৃহবধু।
জানাগেছে, আবাদপুকুর বাজার উত্তর পারের ইসমাইল হোসেনে ওরফে বাঁশনার ছেলে আব্দুর রহিম বুধবার দুপুরে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এক গৃহবধুর বাড়ীতে যায় চাল কিনতে। বাড়ীতে কেউ না থাকার সুযোগে একা পেয়ে চাল কেনার অযুহাতে ঘরে ঢুকে গৃহবধুকে ঝাপটে ধরে ধর্ষণ করার চেষ্টা করে। এসময় গৃহবধু চিৎকার করতে থাকলে প্রতিবেশির লোকজন জানালা দিয়ে দেখতে পেয়ে এগিয়ে গেলে আব্দুর রহিম পালিয়ে যায়। এঘটনায় গৃহবধু বাদী হয়ে বুধবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গৃহবধু জানান, তার স্বামী প্রতিবন্ধী ও ভিক্ষুক, বাড়ীতে কেউ না থাকার সুযোগে চাল কিনার অযুহাতে ঘরে ঢুকে ধর্ষনের চেষ্টা চালায়। তিনি আরো জানান,এর আগেও আব্দুর রহিম কয়েকবার ধর্ষনের চেষ্টা চালিয়েছিল।
জানতে চাইলে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ধর্ষন চেষ্টার অভিযোগে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তের জন্য সেখানে একজন অফিসারকে পাঠানো হয়েছে। ঘটনা সঠিক হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#