দিনাজপুরে সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর হামলা
এল এইচ আকাশ, দিনাজপুর থেকে :
Published : Thursday, 9 May, 2019 at 4:17 PM
দিনাজপুর সদর উপজেলার পল্লীতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে একটি সংখ্যালঘু হিন্দু পরিবার। এসময় দুর্বৃত্তরা পরিবারটির বাড়ি-ঘর ভাংচুর করলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উক্ত ঘটনায় গীতা রাণী (৫৫) ও মানিক দাস (৪৫) নামের দুইজনসহ ৪ জন আহত হয়েছে।
বুধবার (৮ মে) বিকেলে ঘটনাটি দিনাজপুর সদর উপজেলার নশিপুর খোসালপুর গ্রামে ঘটেছে।
আহত গিতা রাণী একই এলাকার কানাই চন্দ্র দাসের স্ত্রী ও মানিক হরিমহনের ছেলে।
আহত গিতা রাণী জানান, দীর্ঘদিন থেকে জামায়াত-শিবিরের কিছু সদস্য আমাদের মাঝে মধ্যেই মারধর করে। অত্র এলাকা থেকে বসবাস না করার জন্য হুমকি ও মারধর করতে আছে দীর্ঘদিন থেকে। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে একাধিক মামলা করেও কোন লাভ হয়নি। বরং তারা আরো মারধর বাড়িয়ে দেয়। আমরা কি এই দেশে বসবাস করতে পারবনা ? প্রশ্ন করে দুচোখ দিয়ে অঝড়ে ঝড়তে থাকে জল।
এব্যাপারে জানতে চাইলে ১নং চেহেলগাজী ইউনিয়নের সদস্য বিকাশ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের বাড়ির ফিতরে ঢুকে মারধর ও ভাংচুর চালিয়েছে। এতে এই পরিবারটির কয়েকজন আহত হয় ও বাড়ি-ঘরেরর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাদের এই এলাকা থেকে চলে যাওয়ার জন্য দীর্ঘদিন থেকে চাপ প্রয়োগ করছে একটি চক্র। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি।