নওগাঁয় দরিদ্র অসহায় পরিবারের মাঝে বিনা মূল্যে স্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্ড বিতরণ
মোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি :
Published : Thursday, 9 May, 2019 at 8:49 PM

নওগাঁ পৌরসভার ১০হাজার ১৭৫টি অতি দরিদ্র ও অসহায় পরিবার, সামাজিক ভাবে পিছিয়ে পড়া জনগোষ্টির মাঝে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা পাবার লক্ষ্যে স্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্ড বিতরনের উদ্ধোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি কার্ড বিতরন করেন, নওগাঁ পৌরসভার মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে নওগাঁ পৌরসভার সহযোগিতায় ইএইচএনএসএম প্রকল্পের আওতায় রিসোর্স ইন্টিগ্রেশান সেন্টার রিক এর আয়োজন করে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের লস্করপুর মহল্লায় এ উপলক্ষে উদ্ধোধনী সভায় অন্যান্যের মধ্যে পৌরসভার প্যানেল মেয়র হাসান ইমাম তমাল, সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, রিকের প্রকল্প সমন্বয়কারী অমিত মিত্র, ফিল্ড অফিসার আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি ১০০টি পরিবারের মাঝে বিনামূল্যে এসব কার্ড বিতরন করেন। পর্যায়ক্রমে এই পৌরসভায় ১০ হাজার ১৭৫টি পরিবারের মাঝে এসব কার্ড বিতরন করা হবে। এই কার্ড দিয়ে কয়েকটি বেসরকারী ক্লিনিকের মাধ্যমে অক্টোবর ২০২০ সাল পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাবে বলে সুত্রে জানা গেছে।