
বলিউডের ইতিহাসে অভিনয় থেকে রাজনীতিতে নাম লিখিয়েছেন এমন তারকার সংখ্যা কম নয়। সেই তালিকার সর্বশেষ যোগ হয়েছেন সানি দেওল। এই বলিউড তারকা নির্বাচনকে সামনে রেখে শিখদের ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগে চরম বিপাকে পড়েছেন।
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে পাঞ্জাবের গুরুদাসপুর থেকে লড়ছেন সানি দেওল। তার বিরুদ্ধে শিখরা অভিযোগ এনেছে ধর্মানুভূতিতে আঘাত হানার। দ্রুতই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে শিখ সম্প্রদায়।
পাঞ্জাবের বাটালার শিখ সম্প্রদায়ের প্রতিনিধি দল তাদের পাঁচটি তখতের একটি আকাল তখতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য সানি দেওলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
সম্প্রতি সানি দেওলের একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ট্রাকে সানি দেওল যেখানে পা রেখেছেন, তার ঠিক পাশেই ছিল শিখদের দেবতা শিবের মূর্তি। আর তাতেই চটেছে এই সম্প্রদায়।
এদিকে সানি দেওল বর্তমানে তার নির্বাচনি প্রচারণা নিয়ে ব্যস্ত। এ বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
নির্বাচনকে সামনে রেখে বিষয়টিকে রাজনীতিকীকরণ করতে এক মুহূর্ত দেরি করেনি কংগ্রেস। সানি দেওলের শিখ সম্প্রদায়ের ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগে তারা পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে।