
শিরোনামে যা দেখছেন তা ঠিকই। কারণ ঐশ্বরিয়ার বিয়ে নিয়েই জল্পনা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। তবে এই ঐশ্বরিয়া বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন নয়। ইনি ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী ঐশ্বরিয়া রাজেশ। দক্ষিণের একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন ঐশ্বরিয়া। এরপর চলচ্চিত্রে পা রাখেন তিনি।
গুঞ্জন রয়েছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন ঐশ্বরিয়া রাজেশ। তারই এক সহ অভিনেতার প্রেমে পড়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এইসব গুঞ্জনের উত্তর সরাসরি দিয়েছেন ঐশ্বরিয়া। তিনি লিখেছেন, ‘আমার ভালোবাসার গল্প নিয়ে বেশ কিছু গুজব আমি শুনেছি। কার সঙ্গে আমি প্রেম করছি, সেটা আমিও জানতে আগ্রহী। এ সব ভুল খবর দয়া করে ছড়ানো বন্ধ করুন। যদি এমন কিছু ঘটে আমি নিজেই আপনাদের জানাবো। আমি এখনো সিঙ্গেল। আর তাতেই আমি খুশি।’