
যশোরের বেনাপোলে মোহাম্মদ হোসেন (৪৫) নামে তিনমাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ মে) ভোর রাতে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রাম থেকে আটক করে পুলিশ। আটক মোহাম্মদ হোসেন সাদিপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার এসআই কাজী এহসানুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে (এএসআই) রিপন দাস ও (এএসআই) আলমগীর হোসেন বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রাম থেকে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ হোসেনকে আটক করতে সক্ষম হয়।
আটক মোহাম্মদ হোসেনকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।