ইউনাইটেড এগ্রো ফিসারিজ যশোর কার্যালয়ে শনিবার হ্যাচারি মালিক ও হ্যাচারি টেকনিশিয়ানদের ক্যাপাসিটি উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ফিসের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন হ্যাচারি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ গোলদার, আহবায়ক ওয়াহিদ সিকদার লুলু প্রমুখ। প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লিয়াকত আলী। প্রশিক্ষণে শুকনা পিজি ব্যবহারের ভালো দিক ও এর বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মোট ১২ জন কার্প হ্যাচারি মালিক ও ১২জন হ্যাচারি টেকনিশিয়ান প্রশিক্ষণে অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ল্ড ফিসের প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাসুম।