
যশোরে ১৫ কোটি ১লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীনস্থ ১৯৬০-এর দশকে বাস্তবায়িত যশোর হাউজিং এস্টেটের আওতাধীন বিভিন্ন রাস্তা, ড্রেন, কালভার্ট, পার্ক মেরামত ও নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন হাউজিং এস্টেট ঢাকার উপপ্রধান তৌফিকুজ্জামান, রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাঈদ রেজা, খুলনা অঞ্চলের প্রকৌশলী আসাদুজ্জামান, যশোর উপবিভাগীয় প্রকৌশলী দিপক কুমার সরকার, যশোর উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, নিউটাউন বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আছাহাবুল গাজী, ইউপি সদস্য জসিম উদ্দিন, জহির রায়হান, মশিয়ার রহমান মিনু, জেলা যুবলীগ নেতা সৈয়দ মুনসুর আলম, ছাত্রলীগ নেতা সাগর রহমান প্রমুখ। উদ্বোধনের আগে অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম নির্মাণাধীন বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। এসময় তিনি বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে চলেছে। গ্রামকে শহরের রূপান্তরিত করা এরই একটি অংশ। এসরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর এদেশে যত উন্নয়ন হয়েছে বিগত কোনো সময় এত উন্নয়ন সম্ভব হয়নি।