
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন গান প্রকাশ করলেন বাংলা গানের জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর। ‘যা পাখি’ শিরোনামের গানটিতে আসিফের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পাপড়ি। আর মিউজিক ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন জান্নাতুল নাঈম এভ্রিল।
‘যা পাখি’ গানটির কথা ও সুরা করেছেন মাহমুদ জুয়েল ও সঙ্গীতায়োজন করেছেন জেকে মজলিশ। ভিডিও নির্মাণ করেছেন ওসমান মিরাজ।
প্রযোজনা প্রতিষ্ঠান এস এস মাল্টিমিডিয়া হাউজের ইউটিউব চ্যানেলে গত শুক্রবার গানটি প্রকাশ পেয়েছে। মুক্তির পরপর গানটি দারুণ সাড়া ফেলেছে।
এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ঈদ উপলক্ষে আমার বেশকিছু গান প্রকাশ পাবে। এরমধ্যে ‘যা পাখি’। কথা, সুর ও সঙ্গীত সব মিলিয়ে গানটি বেশ ভালো হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।
প্রসঙ্গত, এরআগেও আসিফ আকবরের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন এভ্রিল।