ধামইরহাটে কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ ও কৃষি উপকরণ বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
Published : Sunday, 12 May, 2019 at 5:08 PM
নওগাঁর ধামইরহাটে চলতি মৌসুমে ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ১২মে সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এম.পি ১৫০ জন কৃষকের মাঝে বিনামুল্যে বি-৪৮ জাতের ধান ও বিভিন্ন প্রদান কৃষি উপকরণ বিতরণ করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন. সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, হারুন আল রশীদ, রাসেল মাহমুদ, রেজুয়ান আলম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সুস্বাদু জাতের আম নাকফজলীকে ব্রান্ডিং করে কৃষি বিভাগের ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি সাংসদ শহীদুজ্জামান সরকার।