নওগাঁর রাণীনগরে বিশ্ব মা দিবস পালন
মোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি :
Published : Sunday, 12 May, 2019 at 8:20 PM

সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর নানা কর্মসূচির আয়োজন করে। রবিবার কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা আল মামুনের পত্নী ফারহানা মুনমুন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার, সাব-রেজিস্ট্রার মিলি আক্তার, একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান, জনস্বাস্থ্য কর্মকর্তা ইকরামুল বারী প্রমুখ। অনুষ্ঠানে কোন মাকে বৃদ্ধাশ্রমে না পাঠাতে, বাল্যবিবাহ না দিতে, মায়ের প্রতি কোন প্রকারের অবহেলা না করার শপথ গ্রহণ করা হয়।