
অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা নারীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে ছয়জন নারী ও দুইজন পুরুষ রয়েছেন।
রোববার (১২ মে) রাত ১০টার দিকে উপজেলার মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়ার ডেইলপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, রোববার রাতে উপকূল এলাকা দিয়ে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রার প্রস্তুতি নিচ্ছে একদল রোহিঙ্গা, এমন খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে ছয় নারী ও দুই পুরুষ রোহিঙ্গাকে আটক করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা ওই এলাকায় জড়ো হয়েছিলেন।
আটকদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।