
ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের জম্মু-কাশ্মীর রাজ্য। বৃহস্পতিবার সকালে রাজ্যের পুলওয়ামায় এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষে চারজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন ভারতীয় সেনা জওয়ান এবং বাকি তিনজন জঙ্গি। ওই সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার ভোর রাতে সেনাদের কাছে পুলওয়ামার কাছেই জঙ্গি লুকিয়ে থাকার গোপন আসে সেনাদের কাছে। খবর পেয়ে সকালে পুলওয়ামার ডালিপোরা এলাকায় তল্লাশি চালাতে শুরু করেন ভারতীয় জওয়ানরা। সঙ্গে সিআরপিএফ, কাশ্মীর পুলিশ, রাষ্ট্রীয় রাইফেল ও স্পেশ্যাল অপারেশন গ্রুপের সদস্যরাও ছিলেন। তল্লাশির সময়ই তাদের দিকে ছুটে আসে জঙ্গিদের গুলি। জবাবে পালটা গুলি চালায় ভারতীয় সেনারা। গুলিতে নিহত হয় তিন জঙ্গি।
জঙ্গিদের গুলিতে এক জওয়ান নিহত হয়েছে। তার দেহ এখনও সেনাঘাঁটিতে নিয়ে আসা সম্ভব হয়নি। ঘটনায় আরও দুই জওয়ান গুরুতর আহত হয়েছেন। সেনা-জঙ্গির এই লড়াইয়ে আহত হয়েছেন আরও এক বেসামরিক নাগরিক। তার নাম ইউনিস আহমেদ দার। ডালিপোরার বাসিন্দা জালাল দিনের ছেলে তিনি। তার উরুতে বুলেট লাগে। তাকে পুলওয়ামার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।
পুলওয়ামার ওই এলাকায় এখনও তল্লাশি চলছে। মাঝেমধ্যেই শোনা যাচ্ছে গুলির আওয়াজ। এলাকায় কারফিউ জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।