
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগের ইফতার মাহফিল করা হয়েছে। শুক্রবার ডোমসার বাজার উদয়ন সংঘ ক্লাব মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জেলা ছাত্রলীগ নেতা হিরো মাদবরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রোমান আকন্দ, অর্থ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন লিটন, সদর উপজেলা ছাত্রলীগের সাদ্দাম খান, সাধারন সম্পাদক রাশেদ সিকদার, শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী, সাধারন সম্পাদক রাসেল জমাদ্দার, শরীয়তপুর পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহান, সাধারন সম্পাদক রাকিব হাসান, জেলা ছাত্রলীগ নেতা শামীম মোল্যা, আশিক মাদবর, আশিক মাঝি, ডোমসার ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমন খান, রেজাউল মাদবর, মিথুন মুন্সী, শুভ মাদবর প্রমূখ।