
সুবর্ণ ভালোবাসতো পাভেলকে। নিজের ক্যারিয়ার গড়তে পাভেল একদিন প্যারিসে চলে যায়। এই চলে যাওয়া মেনে নিতে না পেরে ডিপ্রেশনে চলে যায় সুবর্ণ। মনোরোগ বিশেষজ্ঞ ডা. শাফায়েতের সান্নিধ্যে সে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। মনে মনে শাফায়েতের প্রতি এক ধরনের দুর্বলতা অনুভব করতে থাকে সুবর্ণ।
কাকতালীয়ভাবে একদিন তিথির সঙ্গে তার দেখা হয়। অথচ কেউ কাউকে চেনে না। ডা. শাফায়েতের স্ত্রী তিথি সুবর্ণর বিষয়টা টের পায়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সুবর্ণ তিথি’।
জহির করিমের রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। সম্প্রতি ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে।
‘সুবর্ণ তিথি’তে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনার, গোলাম কিবরিয়া তানভীর, তাসনিয়া ফারিনসহ অনেকে। নাটকটি এনটিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে।