
ভারতের জাতীয় নির্বাচন চলছে। আগামী ২৩ মে জানা যাবে ফলাফল। দেশটির এ নির্বাচন নিয়ে নানাজন নানাভাবে চিন্তিত। এদিকে ইসলাম বিষয়ক বক্তা বিতর্কিত জাকির নায়েক জানিয়েছেন ভারতে ফের বিজেপি ক্ষমতায় এলে তিনি দেশে ফিরবেন না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বক্তব্যে জাকির নায়েক জানান, যতদিন ভারতে বিজেপি ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত ফিরবেন না তিনি।
তিনি জানান, ভারতে তিনি তখনই ফিরবেন যখন দেশটিতে বিজেপি সরকার থাকবে না।
তিনি বলেন, মোদী আমাকে ভয় দেখাচ্ছেন। তাই যতদিন বিজেপি সরকার ক্ষমতায় থাকবে ততদিন আমি ভারত যাব না। তবে ক্ষমতার পট পাল্টালে ভারতে ফিরবেন বলে জানান তিনি।
বাংলাদেশে ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিসানে সন্ত্রাসী হামলার পর জাকির নায়েককে নিষিদ্ধ করে ভারত। সন্ত্রাসীদের কয়েকজন তার বক্তব্যে অনুপ্রাণিত এমন অভিযোগ পাওয়ার পর তাকে নিষিদ্ধ করা হয়। বর্তমানে তিনি মালয়েশিয়ায় রাষ্ট্রীয় আশ্রয়ে রয়েছেন।
লাস্টনিউজবিডি/এসএস