
দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করে বলেন, জনগনের কল্যানে নিজের জীবনকে উৎস্বর্গীত করতে চাই। রমজান ও ঈদ উল ফিতরে মানুষের আনন্দের সাথে মিশে থাকতে চাই। একজন মানুষ যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে। সে হাতকে আরও শক্তিশালী করতেই আমিও জনকল্যানে কাজ করতে চাই। তিনি হুইপ ইকবালুর রহিম এমপি অসহায়, দরিদ্র মানুষের পাশে কাজ করার যে নির্দেশ দিয়েছেন স্বেচ্ছাসেবকলীগ তা দায়িত্ব পালন করছে।
০২ জুন রবিবার দিনাজপুর শহরের বাঙ্গীবেচা মোড়ে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন করতোয়া দিনাজপুর জেলা প্রতিনিধি শাহরিয়ার হিরু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক।