
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন অত্যন্ত দুঃসময়, একটা সংকট কাল চলছে। অনেকে এটাকে বিএনপির সংকট বলে। বাস্তবে এটা বিএনপির নয়, জাতির সংকট। জাতি তার সমস্ত অর্জনগুলোকে হারিয়ে ফেলছে।
রোববার (২ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাশনাল রিসার্চ সেন্টার (এনআরসি) আয়োজিত ‘আঁধারের সাথে দ্বন্দ্ব’ শীর্ষক স্মৃতি স্মারক ও দেয়ালিকা প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অবিলম্বে জাতীয় সংসদের নতুন নির্বাচনের দাবি জানিয়ে ফখরুল বলেন, অবিলম্বে নতুন নিরপেক্ষ সরকারের অধীনে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় জনগণ তাদের ন্যায্য দাবি আদায় করে নেবে।
দেয়ালিকায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কর্মময় জীবনের ৬০টি ছবি স্থান পেয়েছে। ছবিগুলো সিনিয়র ফটো সাংবাদিক একে এম মহসিন এবং মো. আনিসের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন এনআরসির পরিচালক বাবুল তালুকদার। তবে ছবিগুলো কে তুলেছেন, সে সম্পর্কে কোনো তথ্যের উল্লেখ ছিল না।
মহাসচিব বলেন, জিয়াউর রহমানের সত্তা নিয়ে তারা কটাক্ষ করে, সততা নিয়েও কটাক্ষ করে। এখন আমরা শুনি বিদেশে অর্থবৃত্তের, সম্পদের পাহাড় জমা হয়েছে। বাড়ি ঘর হচ্ছে ৫টা, ৬টা করে। এটা কোনো আলোচনার মধ্যে নেই।
আজকে যিনি গণতন্ত্রের সংগ্রামের জন্য কারাগারে আছেন তাকে মুক্ত করতে হবে। যারা জিয়াউর রহমানকে ভালোবাসি, রাজনীতিকে ভালোবাসি, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি- আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে বেগম জিয়াকে মুক্ত করা।
এসময় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।