
বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে আন্দোলনরত ছাত্রদল নেতাকর্মীরাবয়সসীমা না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির নেতারা। সোমবার (১৭ জুন) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। দাবি আদায় না হওয়ায় পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলেও জানান সংগঠনটির নেতারা।
সোমবার সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্রদল।
বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমরা দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবো।’
ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের দাবি হচ্ছে- বয়সের সুনির্দিষ্ট সীমারেখা না রেখে আগামী বছরের ১ জানুয়ারি পর্যন্ত একটি ধারাবাহিক কমিটি গঠন করতে হবে। পরবর্তীতে স্বল্পমেয়াদি একটি ধারাবাহিক কমিটি গঠন। এরপর নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটি হলে সম্মানজনকভাবে বিদায় নিতে পারবেন সিনিয়র নেতারা।
বিলুপ্ত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি এজমল হোসেন পাইলট বলেন, ‘আমরা চাই নিয়মিত ছাত্রদের দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হোক। কিন্তু সদ্য বিলুপ্ত কমিটি দুই বছরের জায়গায় পাঁচ বছর ছিল। এখানে তো আমাদের তিন বছর নষ্ট হয়েছে। এখন কমিটির যারা সিনিয়র রয়েছেন তারা কোথায় যাবেন। যাতে সিনিয়ররা সম্মানজনকভাবে বিদায় নিতে পারেন এই জন্য ২০০০ সালের যে বয়সসীমা করা হয়েছে তা বাতিলের দাবি জানাচ্ছি।’
এর আগে গত ৩ জুন এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেন। একইসঙ্গে আগামী ৪৫ দিনের মধ্যে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কেন্দ্রীয় সংসদ গঠন করা হবে। কাউন্সিলে প্রার্থী হতে হলে তাকে কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র হতে হবে। কেবল ২০০০ সাল থেকে পরবর্তীতে যেকোনও বছরে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।’