পলাশবাড়ীতে সামাজিক অবক্ষয়রোধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি :
Published : Wednesday, 26 June, 2019 at 3:57 PM
পলাশবাড়ীর পল্লীতে সামাজিকঅবক্ষয় রোধ ও অসামাজিক কার্যকলাপ বন্ধের প্রতিবাদে গ্রামবাসী কর্তৃক গাইবান্ধা জেলা প্রশাসক, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল হয়েছে। প্রাপ্ত অভিযোগ জানা গেছে, উপজেলার সদর ইউপির হিজলগাড়ী গ্রামের হাফিজার মন্ডলের ছেলে সাইদুল মন্ডলের সাথে একই গ্রামের জনৈক শাপলা বেগম দীর্ঘদিন যাবৎ অবৈধ মেলামেশা ও অসামাজিক কার্যকালাপ করে আসে। ফলে এলাকার যুব সমাজ ও সমাজ সচেতন মানুষ সমাজিক অবক্ষয়ের ফলে অতিষ্ট হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গ্রামবাসীরা এলাকায় ওদের অসামাজিক কার্যকলাপ বন্ধে গাইবান্ধার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভাগের একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করে। অভিযোগটি দাখিল হওয়ার পর ওই অসামজিক কার্যাকলাপের সাথে জড়িত চক্রটি গ্রামবাসীদের বিভিন্ন প্রকার মিথ্যা মামলায় জড়ানোর হুমকি-ধামকি প্রদান করে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আজাদুল ইসলাম সহ ৭৩ জন গ্রামবাসী স্বাক্ষরিত একখানা দরখাস্ত গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে দাখিল করে। এ ব্যাপারে গ্রামবাসীরা ওই অসামাজিক কার্যকলাপকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক সহ পুলিশ বিভাগের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছে।#