
বরগুনা সরকারি কলেজের সামনে দিনদুপুরে স্ত্রীর সামনে যারা শাহ নেয়াজ রিফাত শরীফকে (২৫) কুপিয়ে হত্যা করেছেন, তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছে ঢাকাস্থ বরগুনাবাসী।
রবিবার (৩০ জুন) প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ বরগুনাবাসীর আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা।
মানববন্ধনে বরগুনার ছেলে অভিনেতা মীর সাব্বির বলেছেন, 'আমি বরগুনার সন্তান হিসেবে আজকে এখানে দলমত নির্বিশেষে জড় হয়েছি। আমাদের কোন দল নেই। আমাদের একটাই দল। আর সেটা হচ্ছে সত্য ও সুন্দরের দল। এই ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই। একই সঙ্গে হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি'।
মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, 'আমরা বরগুনা জেলা বাসী প্রেসক্লাবের সামনে একত্রিত হয়েছি। বরগুনাতে যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আমরা সোচ্চার হয়েছি। আমাদের একটাই দাবি, খুনিদের ফাঁসির চাই।
রিফাত হত্যায় ঢাকাস্থ বরগুনাবাসীর মানববন্ধনে বরগুনা জেলার আরও অনেকে উপস্থিত ছিলেন।