
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার (১৯ জুলাই) দুপুর ৩টা ২২ মিনিট ১৫ সেকেন্ডে (ইউনিভার্সেল টাইম) এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্প উৎপত্তিস্থলের অবস্থান রাজধানী ঢাকা থেকে ৪৯৯ কিলোমিটার ও সিলেট থেকে ৩২৫ কিলোমিটার উত্তর-পূর্বে।
জানা গেছে, ভারতের আসামের জোরহাট থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। ইউএসজিএস বলছে, সেখানে রিক্টার স্কেলে ভূ-কম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।
এ ভূমিকম্পে বাংলাদেশে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।